UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: দগ্ধ দুইজন লাইফ সাপোর্টে

ঊষার আলো
মার্চ ৯, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নয় জনের অবস্থায়ই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, আমাদের এখানে নয় জন ভর্তি রয়েছেন।তাদের মধ্যে তিন জনকে আইসিইতে রাখা হয়েছে। আবার এদের মধ্যে দুই জন লাইফ সাপোর্টে রয়েছেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে ২০ সদস্যের মেডিকেল বোর্ড মিলে সব রোগী দেখেছি। তাদের চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তে তাদের চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, আজ অস্ত্রোপচার কক্ষে নিয়ে তাদের শরীরে ড্রেসিং করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে।সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে জানিয়ে সামন্ত লাল বলেন, বাসায় না যাওয়া পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন।

ভর্তি থাকা ডেন্টালের চিকিৎসক আল-আমিন কিছুটা ভালো আছেন।গতকাল রাতে হাফেজ মুসা হায়দার (৪২) নামে দগ্ধ একজন মারা গেছেন বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ