UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

ঊষার আলো
মার্চ ১১, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।

শনিবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়েছে।

নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের মামা বাবুল আক্তার আরও জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন, তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

ঊষার আলো-এসএ