UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিদ্দিক বাজারে চলছে তৃতীয় দিনের উদ্ধার কাজ

ঊষার আলো
মার্চ ৯, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণ সংগঠিত হওয়া ভবনটিতে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা।

তিনি বলেন, আজ সকাল থেকে তৃতীয় দিনের মতো আমাদের উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। ভবনটির বেজমেন্টসহ বিভিন্ন জায়গায় আমরা উদ্ধার অভিযান পরিচালনা করছি। উদ্ধার অভিযানে আমরা এখন খুঁজে দেখছি ভেতর কেউ জীবিত অবস্থায় বা কারো মরদেহ রয়েছে কিনা। উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে অন্যান্য সংস্থার লোকজনও কাজ করছে।

এদিকে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সিদ্দিক বাজারের ওই ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঊষার আলো-এসএ