UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু ১৫ জুন

koushikkln
মে ১২, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ১৫ জুন এর মধ্যে যে কোন দিন শুরু হবে খুলনার বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ফুটবল এ্যসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে লীগে অংশগ্রহণকারী ১৬টি দলের রেজিস্ট্রেটশন সম্পন্ন করেছে। সকল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগে অংশ নেয়া ১৬টি দলকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। বিস্তারিত জানতে সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।