UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে আড়াই বছর পর ভারত-পাকিস্তান বৈঠক

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ আড়াই বছর পর বৈঠকে বসল ভারত ও পাকিস্তান।

গত মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের রাজধানী দিল্লিতে স্থায়ী সিন্ধু কমিশনের (পিআইসি) দু’দিনব্যাপী এ বৈঠক শুরু হয়। ১৯৬০ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। দু’দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দের অবসানে ১৯৬০ সালেই গঠন করা হয়েছিল পিআইসি। চুক্তি অনুসারে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার করে বৈঠকে বসার কথা। কিন্তু গত মঙ্গলবারের বৈঠকটি শুরু হয় প্রায় আড়াই বছর পর ।

জানা যায়, পাকিস্তান থেকে প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে গত সোমবার (২২ মার্চ)। প্রতিনিধিদল মূলত ১৯৬০ সালে করা চুক্তির আওতায় পানি বন্টন নিয়ে ভারতে বৈঠক করতে এসেছেন। প্রতি বছরই এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মাঝখানে আড়াই বছরের ব্যবধান তৈরি হওয়ার পেছনে মূল কারণ হল করোনাভাইরাস মহামারী। গত বছর নয়াদিল্লিতে বৈঠকের সময় নির্ধারণ থাকলেও করোনার কারণে তা বাতিল করতে হয়।

এর আগে ২০১৮ সালে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠকটি হয়েছিল। ২০১৯ সালে দ্বি-পাক্ষিক উত্তেজনার মধ্যিই বৈঠকটি বাতিল করা হয়েছিল।

(ঊষার আলো-এফএসপি)