UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলে ফের ম্যাচসেরা সাকিব

pial
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আবারো ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রানেই গুটিয়ে গিয়েছিল বার্বাডোজ রয়্যালস।

জবাবে মাত্র ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় গায়ানা। সাকিব খেলেছেন ৩০ বলে ৫৩ রানের এক ইনিংস, বল হাতে নিয়েছেন একটি উইকেট। আগের ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

নিজেদের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল গায়ানা, সাকিব ও রহমানউল্লাহ গুরবাজরা যোগ দেওয়ার পর শেষ চার ম্যাচের সবকয়টি জিতে দ্বিতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রথম কোয়ালিফায়ারে আবার বার্বাডোজের বিপক্ষে খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এ ম্যাচ জিতলে চলে যাবে ফাইনালে। হারলে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস এবং জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দলের বিপক্ষে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

(ঊষার আলো-এফএসপি)