UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে খালাস হলো ভারতীয় ২শ মেট্রিক টন তরল অক্সিজেন

ঊষার আলো
জুলাই ২৫, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে আজ রবিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায় এই তরল অক্সিজেন। দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য এ  তরল অক্সিজেন আমদানি করেছে দেশীয় প্রতিষ্ঠান লিনডা বাংলাদশ।

আজ সকাল পৌনে ১১টায় ১০টি কন্টেইনারে করে নিয়ে আসা এই তরল অক্সিজেন খালাসের সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামপদ রায়, লিনডা বাংলাদশর কর্মকর্তা, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, করোনা সংকটে আক্রান্ত মুমূর্ষু রোগীদর সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডা বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযাগিতায় আমদানি করেছে। এখানে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

(ঊষার আলো-আরএম)