ঊষার আলো ডেস্ক : সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় ঢাকামুখী অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরেকজন। নিহত সোহাগ আকন্দ (২৮) রায়গঞ্জের ধানগড়া মহল্লার দুলাল আকন্দের ছেলে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো: আব্দুল্লাহেল বাকী।
তিনি জনান, নিহত সোহাগ আকন্দ ও আরেকজন আরোহী মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাবার পথে রায়গঞ্জ উপজেলাধীন চান্দাইকোনা বাজার এলাকায় ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। অপর আরোহীকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সোহাগের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
(ঊষার আলো-এমএনএস)