ঊষার আলো রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক মাহফুজ মিয়া, মিজান গাজী ও ইব্রাহিম।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি বলেন, সকাল ৯টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে জানতে পেরেছেন আকিজ বেভারেজে জালালাবাদ গ্যাস কোম্পানি থেকে একটি নতুন সংযোগ লাইন দেওয়া হচ্ছে। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক মাহফুজ মিয়া ও মিজান গাজী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রকৌশলী রিয়াজ উদ্দিন ও শ্রমিক মিজান গাজী। তাদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। শ্রমিকরা চাঁদপুর জেলার বাসিন্দা। তাদের মধ্যে মিজান গাজীর বাড়ি সদরের মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামে ও মাহফুজ মিয়ার বাড়ি পাশের রামপুর ইউনিয়নে। তারা গাজীপুর গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। প্রকৌশলী রিয়াজ উদ্দিন ভোলা জেলার বাসিন্দা। তিনি আকিজ কোম্পানি প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।
আকিজ ভেঞ্চার লিমিটেডের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বলেন, আমাদের কোম্পানিতে গত বছর দু’টি গ্যাস লাইন টানা হয়েছিল। এর মধ্যে একটি চালু করা হয়েছে। অপরটি বন্ধ ছিল। সোমবার থেকে বন্ধ লাইনটি সেট করার জন্য কাজ করা হচ্ছিল। বাতাস দিয়ে গ্যাসের পাইপ চেক করার সময় গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। এ সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন জাতীয় কিছু ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কিছুই ছিল না। বিকালে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শন করেছেন।
ঊষার আলো-এসএ