UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত ৪

usharalodesk
জানুয়ারি ১, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  হবিগঞ্জের বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক মাহফুজ মিয়া, মিজান গাজী ও ইব্রাহিম।

আকিজ ভেঞ্চার লিমিটেডের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান বলেন, আমাদের কোম্পানিতে গত বছর দু’টি গ্যাস লাইন টানা হয়েছিল। এর মধ্যে একটি চালু করা হয়েছে। অপরটি বন্ধ ছিল। সোমবার থেকে বন্ধ লাইনটি সেট করার জন্য কাজ করা হচ্ছিল। বাতাস দিয়ে গ্যাসের পাইপ চেক করার সময় গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। এ সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন জাতীয় কিছু ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কিছুই ছিল না। বিকালে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানা পরিদর্শন করেছেন।

ঊষার আলো-এসএ