UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্তদের পাশে ড. অরূপ রতন চৌধুরী

pial
মে ২২, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সিলেটের অধিকাংশ এলাকা বন্যাকবলিত। বন্যার পানিতে বন্দী মানুষজন খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। এই দুরাবস্থায় ‘বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই’ এ শ্লোগানকে সামনে রেখে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ড. অরূপ রতন চৌধুরী।

শুক্রবার (২০ মে) দুপুরের দিকে ড. অরূপ রতন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যার্ত ২৫০ জনকে নগদ অর্থ প্রদান করেন।

এই সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিলেটে আকস্মিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সবাইকে সহযোগিতার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কবি মুহিবুর রহমান কিরণ, সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়া, এডভোকেট কল্যাণ চৌধুরী, বারীন্দ্র দাস সজীব, সুমন বিপ্লব, নজরুল ইসলাম, সন্তোষ রঞ্জন পাল, মিহির মোহন সহ আরো অনেকে। বন্যার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য ড. অরূপ রতন চৌধুরীকে ধন্যবাদ জানান সকল বক্তারা।

(ঊষার আলো-এসএইস)