UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে দুই শিশুসহ মায়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাটে মাসহ ২ সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ ১৬ জুন বুধবার সকালে এ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে।
নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ বলেছেন, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময়ে ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের উপর ৩ জনের গলা কাটা ও ক্ষতবিক্ষত মৃতদেহ এবং হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃতদেহ ৩ টি উদ্ধার করে এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ রয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ ৩জন নিহত ও ১ জন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বটি দা দিয়ে কুপিয়ে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছেন পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)