UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিমানবন্দরে বন্যার পানিতে ফ্লাইট বন্ধ

pial
জুন ১৭, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে বন্যাকবলিতদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যার কারণে সব রাস্তাঘাট তলিয়ে গেছে এবং বাড়িতে ঢুকেছে পানি।

বন্যার পানি ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। তাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসার কারণে আগামী ৩ দিন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

(ঊষার আলো-এসএইস)