UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করলো হাইকোট

usharalodesk
জুলাই ২৬, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্টের ৬ জন আইনজীবী ও সালেহ আহমেদসহ স্থানীয় ৭ জন ভোটারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে এই রিট আবেদন দাখিল করেছিলেন। এর আগে নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রাখতে রবিবার (২৫ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আইনি নোটিশ দেওয়া হয়। ওই এলাকার নির্বাচন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ অবস্থায় রিট আবেদনটি দাখিল করা হয়েছে।

ওই রিট আবেদনে বলা হয়, দৈব দূর্বিপাকের কারণে সংবিধান অনুযায়ী ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার সুযোগ আছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলছেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সিইসির ও বক্তব্য সঠিক নয়। যে কারণে ৮ জুনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি সেই কারণ এখনো দেশে বিদ্যমান। বর্তমানে দেশে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে।  সেজন্য এলাকার মানুষের জীবনের প্রশ্নে নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রাখা প্রয়োজন।

(ঊষার আলো-আরএম)