ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার গোপালপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ৩১ বিজিবি’র একটি দল। এসময় ৯৬৩ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) রোববার দুপুরে জানান, বিওপি ক্যাম্পের একটি টহল দল সকালে সীমান্ত এলাকায় টহলকালে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় দ্রুতগামী একটি মিনি ট্রাককে সন্দেহ হয়।
এসময় ট্রাকটিকে থামানোর সিগনাল দেওয়ার পর চোরাকারবারকারীরা ট্রাক ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।
জব্দ ফেনসিডিলসহ ট্রাকটি নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে।
ঊষার আলো-এসএ