UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানে জাতিগত দাঙ্গায় ১৬৮ জন নিহত

pial
এপ্রিল ২৫, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সুদানের আরব ও স্থানীয় বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছে ৯৮ জন। যুদ্ধবিধ্বস্ত দেশটির পশ্চিম দারফুর প্রদেশে এই ঘটনা ঘটে।

দারফুর অঞ্চলের শরণার্থী ও বাস্তুচ্যুতদের আশ্রয়দানে গঠিত সরকারি কো অর্ডিনেশন কমিটির একজন মুখপাত্র গতকাল রোববার (২৪ এপ্রিল) এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার পশ্চিম দারফুরের রাজধানী জেনেনা থেকে ৩০ কিলোমিটার পূর্বের এলাকা ক্রেইনিকে আততায়ীর বন্দুক হামলায় দুই জন নিহত হন। এরপরই সেখানে দাঙ্গা শুরু হয় আরব ও স্থানীয় বংশোদ্ভূতদের মধ্যে। পরে এ সংঘাতের জের জেনেনাতেও গিয়ে পৌঁছায়।

সংঘর্ষে আহতদের জেনেনার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়। আরব মিলিশিয়া বাহিনী জাঞ্জাউইদ সেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের ওপরও হামলা চালিয়েছে বলে জানান হাসপাতালের সাবেক পরিচালক ডা. সালাহ সালেহ।

রেড ক্রস একটি বিবৃতিতে আহত মানুষদের হাসপাতালে নিয়ে যেতে যেন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয় সে জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

(ঊষার আলো-এফএসপি)