UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে পাইলটসহ নিহত ১০

ঊষার আলো
মার্চ ৩, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দশজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় জংলি রাজ্যের এক বিমানবন্দরের রানওয়েতে এই ঘটনাটি ঘটে।

রাজ্যের গভর্নর ডেনি জন চ্যাগর হতে জানা যায় যে, বিধ্বস্ত বিমানটি হল সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ২৪ জন আরোহী থাকতে পারে, তবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন ছিল পাইলট।

গভর্নর ডেনি জন বলেন, ‘সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের বিমানটির (এইচকে-৪২৭৪) বিধ্বস্ত হওয়ার খবর অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ। দুজন পাইলটসহ দশজন নিহত হয়েছে।

সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের পরিচালক আই ডুয়াং আই বলেন, বিমানটিতে মোট কতজন আরোহী ছিল তা স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিক যোগাযোগে এগারো জন আরোহী থাকার কথা জানা গিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)