UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর অভয়নগরের সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে রবিবার (২১ মার্চ) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিবু প্রসাদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, নওয়পিাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, অধ্যক্ষ আ. লতিফ সরদার, জি এম মনিরুজ্জামান মনি, বিশ^জিত গুহ প্রমুখ। বক্তারা সুনামগঞ্জের শাল্লায় সংধ্যালঘুদের উপর হামলার মদদদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

(ঊষার আলো-এমএনএস)