UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দবনের দুবলা শুটকী পল্লীতে সাপের দংশনে জেলে নিহত

pial
নভেম্বর ১৪, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলা শুটকী পল্লীতে সাপের কামড়ে মনিরুল ইসলাম (২৭ ) নামের একজন জেলে মারা গেছেন। রোববার সন্ধ্যায় শুটকী পল্লীর আলোরকোলে এ ঘটনা ঘটে।

দুবলার আলোরকোলে অবস্থানরত মৎস্যজীবি শরনখোলার আঃ রউফ সোমবার সকালে জানান, রবিবার দুপুরে চরে মাছ শুকাতে দেওয়ার সময় মনিরুল ইসলাম (২৭)কে পায়ে সাপে কামড় দেয়।

সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়। নিহত মনিরুল গাজী সাতক্ষীর জেলার আশাশুনি মাদার বাড়ীয়া গ্রামের মনোহর গাজীর ছেলে। মনিরুলের মৃতদেহ রবিবার রাতেই বাড়িতে পাঠানো হয়েছে। একই দিন দুপুরে মুজাহিদ নামে অপর একজন জেলে আলোর কোলে সাপের কামড়ে আহত হয়েছেন। তাকে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়েছে বলে ওই মৎস্যজীবি জানান।

জেলে পল্লীর দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ সর্প দংশনে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ রোদে মধ্যে ফাঁকা জায়গা দিয়ে চলাফেরা করে। শুটকী শুকানো চরে বনের ভিতর থেকে সাপগুলি এসে রোদের তাপ নেয়। এ জন্য সাবধানে এবং সতর্কভাবে চলতে হয়।

(ঊষার আলো-এফএসপি)