সুন্দরবন এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে জাহিদ হাসান ( ২৬ ) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুলি তার দুই পায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে শুক্রবার সকাল ৭টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সে দাকোপ উপজেলার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।
জাহিদা হাসানের পিতা আইয়ুব আলী জানান, তার ছেলে পরশুদিন সকালে সুন্দরবন এলাকায় কাঁকড়া ধরতে যায়। এ সময়ে সুন্দরবনে করিম শরীফ ও জাহাঙ্গীর বাহিনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময়ে জাহিদের দুই পায়ে গুলিবিদ্ধ হয়।
খুলনার দাকোপ থানার ওসি মো: সিরাজুল ইসলাম দুপুরে বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে কি কারণে গোলাগুলি ঘটনা ঘটেছে সে বিষয়ে খোজ খবর নিচ্ছি।
ঊআ-বিএস