UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে

usharalodesk
মার্চ ১০, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২২ ইং) ২ দিনব্যাপী নির্বাচনে আজ ১০ মার্চ বুধবার চলছে প্রথম দিনের ভোট। আগামীকাল বৃহস্পতিবার চলবে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ।
এবারের নির্বাচনে ৭ হাজার ৭১৯ জন ভোটাধিকার প্রয়োগ করবে। সমিতির একটি সভাপতি, ২ টি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি কোষাধ্যক্ষ, ২ টি সহ-সম্পাদক ও ৭ টি সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমানকে।
সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৪টি পদের জন্য ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সভাপতি পদে ৫ জন, সহসভাপতি পদে ৭ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সহসম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ২৪ জন প্রার্থী হয়েছে।

 

 

(ঊষার আলো-এম.এইচ)