UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত মানুষের পাশে এফএসডিও

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : করোনাকালীন চলমান লকডাউনে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পারিবারিক ও সামাজিক উন্নয়ন সংস্থা (এফএসডিও)। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরএলাকার শতাধিক বাড়িতে নিত্যপণ্য আলু, পেঁয়াজ, ঝাল, টমেটো, পুঁইশাখ, কুমড়াসহ নানা সবজি পৌঁছে দেন সংস্থাটির কর্মীরা। এছাড়া উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে কযেকজন ভ্যান চালকের মাঝে এই সবজি বিতরণ করা হয়। এসময় মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফরুক আহমেদ লিটন, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন জাকির, এফএসডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস, সহ সভাপতি দীপ্ত মন্ডল, সদস্য অভি মন্ডল, বিপুল কুমার, জিহাদ হোসেন, বৃষ্টি খাতুন, মাহমুদ হাসান, শারমিন খাতুন ও তৌহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সোমবার বিকেলে উপজেলার লেবুগাতি এতিমখানায় এতিমদের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ করার কথা রয়েছে সংস্থাটির। এফএসডিও’র সভাপতি দেব বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবি সংস্থা হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশে আমাদের এই সংগঠন। রক্তদানের পাশাপাশি নানা দুর্যোগে আমরা অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াই। গতবছর করোনায় যখন মানুষ গৃহবন্দী ছিলো তখনও আমরা নিত্যপণ্য সামগ্রী তাদের দ্বারে পোঁছে দিয়েছি। শীতে আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছি।

(ঊষার আলো-এমএনএস)