UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুরমায় গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

usharalodesk
সেপ্টেম্বর ৮, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে মাহি আহমেদ (১৬) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মাহি সিলেটের পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাহি ও তার বন্ধু নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন।

এক পর্যায়ে মাহি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা জাতীয় পরিষেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

এরপর রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঊষার আলো-এসএ