UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই মাহমুদউল্লাহই এখন সবার শীর্ষে

usharalodesk
অক্টোবর ২৫, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছেন ওই একজনই। নাম তার মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের সবচেয়ে বড় হার যখন চোখ রাঙানি দিচ্ছিল, তখন বুড়ো রিয়াদের কল্যাণেই মান বেঁচেছে টাইগারদের।

এখন পর্যন্ত বাংলাদেশ দলে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট বোলার শরিফুল ইসলাম। ইনিংসের শেষে ব্যাট করতে নেমে ১১২ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। এরপরই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার স্ট্রাইকরেট ১০১.০২।

দলের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার কীর্তিও রিয়াদেরই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন রিয়াদ। লিটন দাসের ১৯ চারের পর সবচেয়ে বেশি চারের কীর্তিটাও রিয়াদেরই।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে শীর্ষ রান সংগ্রাহকের তালিকাতেও বড় লাফ দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। রান সংগ্রাহকদের তালিকায় ১৬তম স্থানে আছেন রিয়াদ।

এশিয়া কাপের আগে নেওয়া সেই ফিটনেস টেস্টে বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৯.৫ স্কোর করেছিলেন টপ অর্ডারের সেই ব্যাটার। তবে শান্তকেই যেন এবারের বিশ্বকাপে খুঁজে পেতে কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। টানা দুই গোল্ডেন ডাক শান্তর। ৫ ম্যাচেই ব্যাট করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে শান্তর ব্যাটিং গড় আছে সবার নিচে।

আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রানের ইনিংস বাদ দিলে বাকি চার ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে মোটে ১৫ রান। এমনকি একই হিসাবে তানজিদ তামিমও অনেকটা এগিয়ে আছেন শান্তর তুলনায়।

ঊষার আলো-এসএ