UsharAlo logo
সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেমিতে পাকিস্তান বড় হুমকি: টিম সাউদি

pial
নভেম্বর ৭, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সপ্তাহখানেক আগেও ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিদায়ের আশঙ্কায় ছিল পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ দিন সকল হিসাব ওলট-পালট হয়ে গেলো। নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিলো প্রথম ৩ ম্যাচ অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা। তাতে সব থেকে বড় সুবিধা পেয়েছে পাকিস্তান, উঠে গেছে সেমিফাইনালে। এরপরও বাবর আজমদের অবমূল্যায়ন করবে না নিউজিল্যান্ড, বললেন পেসার টিম সাউদি।

নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। যোগ্য দল হিসেবেই শেষ চারে তারা, মনে করছেন সাউদি।

সেমিফাইনালে যে কোনো দল ফাইনালে ওঠার দাবিদার বললেন নিউজিল্যান্ডের পেসার, ‘সেরা চারে ওঠা প্রত্যেক দলের সুযোগ রয়েছে। সম্প্রতি কালে আমরা পাকিস্তানের বিপক্ষে অনেক খেলেছি। আমাদের জানা আছে, তারা বিপদজনক দল। তাদেরকে কৃতিত্ব দিতে হয়। সম্ভবত তারা হয়তো মনেই করেনি তাদের সুযোগ খুব বেশি নেই তবে তারা আরেকবার ভালো খেললো। সেমিফাইনালে পাকিস্তান বড় হুমকি হবে।’
পাকিস্তানকে সমীহ করছে নিউজিল্যান্ড, বললেন সাউদি, ‘পাকিস্তান ভালো একটা দল ও বুধবার তাদেরকে পেছনে ফেলতে আমরা সেরাটা দিতে যাচ্ছি। সেমিফাইনাল রোমাঞ্চকর, আশা করি আমরা আমাদের ভালো খেলা অব্যাহত রাখবো।’

(ঊষার আলো-এফএসপি)