UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেলিমা-রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় ৭ নেতা হাসপাতালে

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীসহ দলটির ৭ জন কেন্দ্রীয় নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা গুরুতর।
এ ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সস্ত্রীক হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। এসব নেতারা রোগ মুক্তি কামনায় দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

(ঊষার আলো-এম.এইচ)