UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগ

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৬, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ করেছে শ্রমিক দল। শনিবার বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরস্তা এলাকায় এ গণসংযোগ করা হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

ঊষার আলো-এসএ