UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সোয়া ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঊষার আলো
অক্টোবর ২৯, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার সোয়া ৩ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শনিবার সকাল সোয়া ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম।তিনি বলেন, ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে।

তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।

ঊষার আলো-এসএ