UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে বিপুল পরিমান ইয়াবা পাচারকালে আটক ১

ঊষার আলো
জুলাই ২৮, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেন নামে এক যাত্রী গ্রেফতার হয়েছে। ওই আসামী সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার ওই যাত্রীকে আটক করেন এপিবিএন। আটক হওয়া সাদ্দামের লাগেজ থেকে ৮ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর সেটি জব্দ করে তাঁকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী সাদ্দাম এপিবিএনকি বলেন, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে এই ইয়াবাগুলো সংগ্রহ করেছেন তিনি। সৌদির দাম্মামের এক ব্যক্তির কাছে ইয়াবাগুলো তাঁর পৌঁছে দেওয়ার কথা ছিল তার। সাদ্দামের বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মাদক কারবারের মামলা রয়েছে।

(ঊষার আলো-আরএম)