ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে পবিত্র রোজা পালন শুরু করেছে তারা।
১২ এপ্রিল সোমবার এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করে এসব গ্রামের মানুষ। মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছে তারা।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেছেন, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ৬ হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, বারাংকুলা- এই ১০টি গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ২ ঈদ পালন করে।
(ঊষার আলো- এম.এইচ)