UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছিল সৌদি সরকার।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এরইমধ্যে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা ঈদের জামাতে অংশ গ্রণণ করেন।
ঈদুল ফিতরে বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঈদের নামাজসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।

(ঊষার আলো- এম.এইচ)