ঊষার আলো রিপোর্ট: সৌদি আরবের প্রধান তেলক্ষেত্র রাস তানুরাতে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার (৭মার্চ) সৌদির স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। তেলক্ষেত্রের আকাশে দূর থেকে কালো ধোঁয়া দেখা যায়।
হুথি বিদ্রহীরা জানান, আরামকোর পাশাপাশি দাম্মাম, আসির ও জাহান শহরের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছেন তারা। সবগুলো হামলাই সফলতা পেয়েছেন তারা। সৌদি এনার্জি মন্ত্রণালয় জানান, সাগরের দিক থেকে আসা ড্রোন দিয়ে তাসনুরাতে আক্রমণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, এই ড্রোনটিকে হামলা চালানোর আগে ধ্বংস করে দেওয়া হয়েছে।
সৌদির সরকারি তেল কোম্পানি আরামকো জানান, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড শুধু সৌদি আরবকেই লক্ষ্য করে চালানো হয় না। এতে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতাও নষ্ট হয়।
(ঊষার আলো-আরএম)