UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌম্যর আঙুলে ৫ সেলাই

ঊষার আলো
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করলেও দুঃসংবাদ টাইগার শিবিরে। ছন্দে থাকা সৌম্য সরকার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন।  আর তাতে ম্যাচ চলাকালীন সময়ে হাসপাতালে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষ জানা গেছে, সৌম্যর আঙুলে পাঁচ সেলাই লেগেছে।  আর তাতে সিরিজ তো বটেই আসন্ন বিপিএলের প্রথম দিকে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

সাধারণত, এই ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে ৪ সপ্তাহের সময় প্রয়োজন।  অনেকক্ষেত্রে ইনজুরির মাত্রা অনুযায়ী, বেশি সময়ও লেগে যেতে পারে।

উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারে তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন রভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য।  কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য।  বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঘাত লাগে আঙুলে।

আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। ফলে বিপিএলের শুরুর বেশ কয়েকটি ম্যাচ সৌম্য মিস করতে যাচ্ছেন তা নিশ্চিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।  টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ।  দলের পক্ষে ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন শামীম পাটোয়ারী।

১২৯ রানের এত কম পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি। তবে তাসকিন আহমেদ, শেখ মেহেদী, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ঊষার আলো-এসএ