ঊষার আলো ডেস্ক : সৌরজগতের পাশাপাশি পৃথিবীর সৃষ্টি সম্পর্কেও জানতে একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা। বলা হচ্ছে , এটা সৌরজগতের ‘জীবাশ্ম’ সন্ধানের এক অভিযান।
বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেইপ ক্যানাভেরাল থেকে লুসি নামের এই মহাকাশযান পাঠানো হয়।
এ অভিযানে সৌরজগৎ তৈরির রহস্য উন্মোচনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এই মিশনে আগামী ১২ বছরে ৯৮ কোটি ১০ লাখ ডলার খরচ করার পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৫ সালে মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু ডোনাল্ড জোহানসনের সাথে প্রথম দেখা হবে লুসির। এ যাত্রায় ২০২৭ থেকে ২০৩৩ সাল পর্যন্ত সাতটি ট্রোজান (গ্রহাণু) পর্যবেক্ষণ করবে লুসি।
নাসার বিজ্ঞানীরা বলেন, ট্রোজান নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতরে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক সূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সূর্য থেকে এত দূরে পাড়ি দেওয়া প্রথম সৌরশক্তিচালিত মহাকাশযান হল লুসি। আর এটি অন্য মহাকাশযানের চেয়ে বেশি গ্রহাণু সম্পর্কে তথ্য দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
(ঊষার আলো-এফএসপি)