UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষক গ্রেফতার

ঊষার আলো রিপোর্ট
মার্চ ৪, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাইস্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারে সকালের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২), ও তপুর রায়হান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ পি.এস.পি হাইস্কুলে আসে। তারা স্কুলে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের জোর বের করে দেয় ও স্কুলটি দখলে চেষ্টা করে। এ সময় তারা স্কুলটির অফিস কক্ষের ক্যাশবক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায়।

পি.এস.পি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান নাঈম বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমার স্কুল দখলে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা নিয়ে গেছে। জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজন শিক্ষককে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান নাঈম।

ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়।  পরে থানায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঊষার আলো-এসএ