দেশের প্রধান জাতীয় স্টেডিয়াম সংস্কার করতে এতো সময় কেন লাগলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সংস্কারের এই ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যেত।
সোমবার জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করতে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। এই স্টেডিয়াম সংস্কারে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।
স্টেডিয়ামের সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।’
ক্রীড়া উপদেষ্টা আরও যোগ করেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’