ঊষার আলো ডেস্ক : স্পেনে এক ধর্ষণচেষ্টাকারীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনায় এক বাংলাদেশি নারীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে এ ঘটনাটি ঘটেছে। ওই নারী জানান, বস তাকে ধর্ষণের চেষ্টা করলে নিজেকে রক্ষা করতে সে এ ঘটনাটি ঘটায়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সূত্রে জানা গেছে, ওই নারী বাংলাদেশি প্রবাসী। তিনি ১টি বারে কাজ করেন। নারীর বয়স ৩০ বছরের মতো। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি বাংলাদেশি বা পাকিস্তানি হতে পারে। অভিযুক্ত পুরুষের অপারেশন সফল হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। মোসোস ডি এস্কুড্রা পুলিশের মুখপাত্র জানান, ওই নারীকে বুধবার আটক দেখানো হয়েছে।
(ঊষার আলো-আরেএম)