UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার ঘোষণার মূল চেতনার বিরোধীদের ইসি সদস্য না করার আহ্বান

koushikkln
ফেব্রুয়ারি ৬, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাধীনতার ঘোষণার মূল চেতনার বিরোধীদের নির্বাচন কমিশনে সদস্য না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। সংগঠনের পক্ষ থেকে পরিবার, সমাজ, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, যানবাহন ও ব্যবসা-বাণিজ্যস্থলসহ দেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীসহ সংখ্যায় অল্প জনগোষ্ঠীর সমান অধিকারের প্রতি আস্থা-অনাস্থার মাপকাঠি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের সদস্য বাছাই করার জন্য অনুসন্ধান (সার্চ) কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (০৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপিএস’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার ইতোমধ্যে সার্চ কমিটি গঠন করেছে। সার্চ কমিটিতে যারা আছেন তারা স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনে ইতোপূর্বে উজ্জ্বল ভূমিকা রেখেছেন। একটি দক্ষ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও তারা সেই উজ্জ্বলতার স্বাক্ষর রাখবেন বলে আশা করি।

বিবৃতিতে তিনি বলেন, যারা দলনিরপেক্ষতা, সততা, সৎসাহস ও গ্রহণযোগ্যতার জন্য সুপরিচিতদের নিয়ে ইসি গঠন করতে হবে। পাশাপাশি নৈতিক স্খলন, দুর্নীতি ও ঋণখেলাপি হওয়ার মতো অপরাধের সাথে সংশ্লিষ্টরা যাতে ইসি’র সদস্য না হতে পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, উত্তরাধিকারসহ পারিবারিক সম্পদ ও সম্পত্তিতে জনগোষ্ঠীর ৫০ ভাগ নারীর সমান অধিকারে যারা বিশ^াসী নন, তারাও নির্বাচন কমিশনের সদস্য হওয়ার উপযুক্ত নন। কারণ তারা স্বাধীনতার ঘোষণার মূল চেতনার বিরোধী।