UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে বসবে কোরবানির পশুর হাট

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা মেনে সারাদেশে কোরবানির পশুর হাট বসবে।এবিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা নিয়ে মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। করোনাসহ বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও এগুলোকে পরিহার করা সম্ভব হয় না। অনলাইনের মাধ্যমে আমরা পশু বিক্রির জন্য সব ব্যবস্থা করেছি। অনলাইনের পাশাপাশি সশরীরে পশুর হাট যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনগণকে সচেতন করার জন্য টিভিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কীভাবে হাটে এসে পশু ক্রয় করতে হবে, সেগুলোর দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, কীভাবে পশু ক্রয়-বিক্রয় হবে সেই গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। কোরবানির বর্জ্য কীভাবে অপসারণ করা হবে সে বিষয়েও বলা হয়েছে। অনলাইনের পাশাপাশি সশরীরে পশুর হাট বসানো হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যান যদি তাদের গ্রামের সব দায়িত্ব পালন করেন, তাহলে কাজগুলো সঠিকভাবে পালন করা সম্ভব এমনকি সরকারের পক্ষ থেকে তাদের এ বিষয়ে সব নির্দেশনা দেয়া হবে। সিটি করপোরেশনের কাউন্সিলররাও হাটগুলো তদারকি করবেন। সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট বসানো যাবে না।

(ঊষার আলো-আরএম)