UsharAlo logo
রবিবার, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাশ্রমে ৩০০ মিটার সড়কে মাটি ভরাটের কাজ শুরু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ টুকরিতে ভরে সড়কে ফেলছেন। আবার কেউ মাটি কেটে বস্তাভর্তি করছেন। যুবকসহ নানা বয়সী অর্ধ শতাধিক মানুষ মিলে স্বেচ্ছাশ্রমে প্রায় ৩০০ মিটারের একটি সড়ক প্রসস্থকরণ ও উঁচু করার কাজ করছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারী)  বিকালে স্বেচ্ছাশ্রমে ৭নং রাউজান ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ডস্থ ফজু মহালদার বাড়ি ৩০০ মিটার দৈর্ঘ্যের সড়কটি মাটি ভরাট কাজ শুরু করা হয়। স্বেচ্ছাশ্রমে সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসাহ যোগান রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম জসিম উদ্দিন হিরু। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার দে,  ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুদ্দিন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাবুদ্দিন মেম্বার,
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ কাশেম, নূর হোসেন দুলাল, মোঃ জামাল উদ্দিন, মোঃ মানিক,রবিউল হোসেন রিমন,শাহেদ, মনির উদ্দিন, মোঃ আজাদ, ছাত্রনেতা রকি, আমিনুল হক, মোঃ হানিফ, হারুন, ইসহাক, ইসমাইল, ইলিয়াস,তসলিম, নাঈম, মোঃ বেলাল, হাসান,মিনহাজ, হেলাল, ইরফাত, রমজান, জাহাঙ্গীর প্রমূখ।