UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্যার রিচার্ড হ্যাডলি মেডেল টিম সাউদির

pial
এপ্রিল ১৪, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিউ জিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের শেষ দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারটি জিতলেন পেস বোলার টিম সাউদি। ২০২১-২২ মৌসুমে দারুণ এক ধারাবাহিকতার স্বীকৃতিতে তিনি পেলেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল।

প্রায় ১৪ বছরের লম্বা ক্যারিয়ারে সাউদির এটাই প্রথম স্যার রিচার্ড হ্যাডলি পদক। গত মৌসুমে সকল ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের জন্য এ পদকে ভূষিত হলেন তিনি। এ সময়ে ২৩.৮৮ গড়ে ৩৬ টেস্ট উইকেট নেন তিনি, তার সেরা বোলিং ফিগার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৬/৪৩। ভারতের বিপক্ষে সাউদাম্পটনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ে সাউদি ৫টি উইকেট পান।

ড্যানিয়েল ভেট্টরির চেয়ে ২৩টি এবং রিচার্ড হ্যাডলির চেয়ে ৯৩ উইকেট পেছনে থেকে নিউ জিল্যান্ডের তৃতীয় শীর্ষ টেস্ট বোলার সাউদি (৩৩৮)। ভারতে তার নেতৃত্বে টি-টোয়েন্টি খেলেছিল কিউইরা। ১৯.৭৫ গড়ে টি-টোয়েন্টিতে তিনি নেন ১২ উইকেট, আর সেরা বোলিং ভারতের বিপক্ষে ১৬ রান খরচায় ৩ উইকেট।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে রয়েছে সাউদি, পুরস্কৃত হওয়ার পর সেখান থেকে তিনি জানান, ‘এই সম্মানজনক পুরস্কার জিতে আমি বিরাটভাবে সম্মানিতঅ বেশিরভাগ ক্রিকেটারের মতো আমিও স্যার রিচার্ডের কীর্তি সম্পর্কে সব জানতাম। এ বছর তার অ্যাওয়ার্ড জিততে পেরে আমি বিনীত।’

(ঊষার আলো-এফএসপি)