UsharAlo logo
শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কের পাশ থেকে আ.লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

usharalodesk
অক্টোবর ১৯, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নাটোরের সিংড়ায় সড়কের পাশ থেকে ফরিদ উদ্দিন নামে এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটগারী নামক স্থানে একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফরিদ উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউপি সদস্য ফরিদ উদ্দিন বামিহাল পুলিশ ফাঁড়ি লুট, অঙ্গিসংযোগ, মাদক, অস্ত্র সহ একাধিক হত্যা মামলার আসামি বলে জানা গেছে।

সর্বশেষ চলতি মাসের ৯ অক্টোবর সন্ধ্যায় বামিহাল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুজন নিহতের ঘটনার ১০ দিন পর বুধবার ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটগারী নামক স্থানের একটি রাস্তার পাশ থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঊষার আলো-এসএ