UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ হতে হবে ২০২৩ সালের জানুয়ারি

koushikkln
মে ১, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ২০২৩ সালের ৪ জানুয়ারী পর্যন্ত পাসপোর্টে মেয়াদ থাকতে হবে হজযাত্রীদের। এবছর হজে যেতে হলে হজযাত্রীদের জন্য এমন শর্ত
দেওয়া হয়েছে। এছাড়া যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জরুরিভিত্তিতে পাসপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শনিবার (৩০ এপ্রিল) হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ।
যাতে বলা হয়েছে, ‘চলতি বছরের (১৪৪৩ হিজরি) হজ মৌসুমে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুরা পাসপোর্টের মেয়াদ যাচাই করে কমপক্ষে ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মেয়াদযুক্ত পাসপোর্ট প্রস্তুত রাখবেন। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে পাসপোর্ট করতে হবে, তারা জরুরি ভিত্তিতে পাসপোর্ট করবেন।’

উল্লেখ্য, আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন এমন তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।