UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার রহস্য উন্মোচন ও ইজিবাইক উদ্ধারে ১০দিনের রিমান্ড আবেদন

ফুলবাড়ীগেট প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

   আটরা পশ্চিমপাড়ায় শ্বাসরোধে  হত্যা ও ইজিবাইক ছিনতাই ঘটনায়
তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত সন্দেহে ডুমুরিয়া থেকে আজিজুল গ্রেফতার

নগরীর খানজাহান আলী থানাধিন মশিয়ালী আটরা পশ্চিমপাড়ায় সরিষা ক্ষেতে শ্বাসরোধে ইজিবাইক চালক আবুল কালাম আজাদকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় খানজাহান আলী থানা পুলিশ ডুমুরিয়ার মিকাশমিল এলাকা থেকে আজিজুল ইসলাম গাজী(৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে তাকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। আটককৃত আজিজুল ইসলাম গাজী ডুমুরিয়ার মিকাশমিল এলাকার মোঃ মোহসিন গাজীর পুত্র। ইজিবাইক চালক কালাম হত্যার রহস্য উন্মোচন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারে গ্রেফতারকৃত আজিজুলকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, খুলনার রুপসা মাস্টারপাড়ার ডাক্তার খেয়ালউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত ইসহাক মোল্যার পুত্র আবুল কালাম আজাদ(৫৬)। প্রতিদিনের ন্যায় ৫ জানুয়ারী বিকাল ৫টায় ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। অন্য দিনে রাত ১২টা থেকে ১টার মধ্যে বাসায় ফিরে আসলেও ঐ দিন আবুল কালাম আজাদ বাসায় না ফিরে আসায় ইজিবাইকের মালিক সহ স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ৬ জানুয়ারী দুপুর ১২টার দিকে জানতে পারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বজনরা আবুল কালাম আজাদের লাশ বলে সনাক্ত করে। কিন্তু তার ভাড়ায়চালিত যে ইজিবাইক নিয়ে বের হয়েছিল সেই ইজিবাইকটি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। এই ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ রানী বেগম(৪৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করে খানজাহান আলী থানায় মামলা করেন। মামলার সুত্র ধরে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার, হত্যার রহস্য উন্মোচন এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে মাঠে নামে খানজাহান আলী থানা পুুুুুুুুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) পলাশ কুমার দাশ জানায়, মামলা রুজু হওয়ার পর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারে মাঠে নামে পুলিশ। প্রযুক্তির সহযোগিতা জানতে পারি হত্যার স্বীকার আবুল কালাম আজাদের লাশটি যেখানে আটরা পশ্চিমপাড়ার সরিষা ক্ষেতে পাওয়া যায় সেখানে তার মোবাইল ফোনটি প্রথম বন্ধ হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ডুমুরিয়ার মিকাশমিল এলাকা থেকে মোঃ মোহসিন গাজীর পুত্র আজিজুল ইসলাম গাজীকে আটক করা হয়। ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় তাকে ১০ জানুয়ারী রাতে আটক করা হয়। তিনি জানায় হত্যার রহস্য উন্মোচন এবং ইজিবাইক উদ্ধারে গ্রেফতারকৃত আজিজুলকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য ৫ জানুয়ারী শুক্রবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালীর আটরা পশ্চিমপাড়ার একটি শষ্যে ক্ষেতের মধ্যে হাত-পা এবং গলায় ফাস দেওয়া একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ জানুয়ারী অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করে তার স্বজনরা। জানা যায় নিহত ব্যক্তি রুপসার মাস্টারপাড়া এলাকার ইজিবাইক চালক আবুল কালাম আজাদের।