UsharAlo logo
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় যুবলীগ-ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঊষার আলো
ডিসেম্বর ১৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সহসভাপতি আব্দুল জলিলকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নাছির উদ্দিন অপু এবং বিকালে উপজেলার চরদরবেশ ইউনিয়ন থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, নাছির উদ্দিন অপু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের কয়েকদিন পর সৌদি আরব যান। সেখান থেকে দেশে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ফেনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা ও সোনাগাজী থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। অপরদিকে নাছির উদ্দিন অপু উত্তর চরচান্দিয়া গ্রামের মৃত মৌলভি মফিজুর রহমান এবং আব্দুল জলিল দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের নবী আলমের পুত্র।

সোনাগাজী মডেল থানা ওসি বায়জিদ আকন উভয়কে গ্রেফতারের বিষযটি নিশ্চত করেছেন।

ঊষার আলো-এসএ