আরিফুর রহমান,বাগেরহাট: নরেন্দ্র মোদির সফর ইস্যুতে বাংলাদেশের হেফাজত ইসলামের ডাকা রবিবার সকাল সন্ধ্যা হরতাল বাগেরহাটে কোন প্রভাব পড়েনি। হরতালের পক্ষে এখানের হেফাজত ইসলামের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। রবিবার সকালে বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার বাস ছেড়ে গেছে। বাগেরহাটের অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোংলাবন্দরের কাজ-কর্ম স্বাভাবিক রয়েছে। জেলা শহরের দোকানপাট খোলা রয়েছে। সকাল থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে হেফাজত ইসলামকে রাজপথে প্রতিহত করতে সতর্ক রয়েছে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়েছে। এসময় বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান সাথে ছিলেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া বলেন, বাগেরহাট জেলায় হরতালের নামে যাতে বিশৃঙ্খলা, অরাজকতা, সহিংসতা হতে না পারে সেজন্য আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন সতর্ক রয়েছে। বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাটের মানুষ শান্তিপ্রিয়। তারা কোন সংঘাত চায়না। হেফাজত ইসলাম যাতে কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সকাল থেকে যুবলীগ মাঠে অবস্থান নিয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করা হয়েছে। বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার বলেন, হরতালে পরিবহণ সেক্টরে কোন প্রভাব পড়েনি। সকালে দুরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। জেলার ১৬টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মীর মো. সাফিন মাহমুদ বলেন, হেফাজত ইসলামের ডাকা হরতালে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলাজুড়ে পুলিশ সতর্ক রয়েছে। মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে কোন আটক নাই।