UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইড্রোজেন পারক্সাইডের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

pial
জুন ৫, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে দাহ্য রাসায়নিক পদার্থ থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বর্তমানে আগুন নেভাতে মোট ২৫টি ইউনিট কাজ করছে।’

রবিবার (৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় কয়েকশ জন আহত হয়েছেন। আর এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

(ঊষার আলো-এফএসপি)