UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪১৯

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ হাজার ৯শ জন। এছাড়া আরও অসংখ্য মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

হাইতির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বাড়ি, গির্জা ও হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পে বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বাড়ছে।

ধ্বংসস্তূপ থেকে এখনও জীবীতদের উদ্ধারে চেষ্টা চালিয়েছে যাচ্ছেন উদ্ধারকারীরা। একই সাথে স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই শক্তিশালী ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ত্রাণ কার্যক্রমের জন্য ১টি কমিটি গঠন করেছেন ও দেশবাসীকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

(ঊষার আলো-আরএম)