দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাউজানের সর্বস্থরের মানুষ। শপথ গ্রহণ শেষে ১৪ জানুয়ারি রবিবার সকালে রাউজানে এসে প্রথমে নিজ গ্রাম গহিরায় বাবা-মার কবর জিয়ারত করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
এরপর সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে সেখানে পূর্ব থেকে অপেক্ষমান রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান পৌরসভা, রাউজানে ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রাউজান দলিল লেখক সমিতি, রাউজান গার্ল গাইডস স্কাউটস, রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও বৃক্ষের চারা দিয়ে এবি এম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন।
হাজারো মানুষের ভালোবাসায় আপ্লূত হয়ে এ বি এম ফজলে করিম চৌধুরী সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় তিনি বলেন, আমি রাউজানবাসীর কাছে ঋণী। আমার রাজনৈতিক দর্শন হচ্ছে মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নির্বাচিত সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানের উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করে রাউজানের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে ফলদ গাছে চারা উপহার দেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ সভাপতি জিয়াউর রহমান, কার্য নির্বাহী সদস্য কামাল হাবিবি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া।