UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল থেকে শতাধিক কার্টন ওষুধ ও এমএসআর পণ্য জব্দ

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টন ভর্তি ২২ প্রকারের ওষুধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়।

রোববার দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে ওষুধগুলো নামানোর সময় জব্দ করা হয়। পিরোজপুর জেলা হাসপাতালের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ক্রয়কৃত ওষুধ শুধুমাত্র কাগজে কলমে বুঝে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। ২৭ জানুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ওষুধ ও এমএসআর পণ্যগুলো স্টোররুমে নেওয়ার চষ্টো করে। খবর পেয়ে দুদক ওষুধ ও এমএসআর পণ্যগুলো রোববার সকালে জব্দ করে।

দুদক এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, জেলা হাসপাতালে ওষুধ ও এমএসআর পণ্য সরবরাহের জন্য সামসুল আরেফিন নামে এক ঠিকাদারের মালিকানাধীন সাউথ বাংলা কর্পোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। হাসপাতালে প্রায় ২ কোটি টাকার কোনো পণ্য সরবরাহ না করলেও, কাগজে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করা হয়।

দুদক হাসপাতালটিতে গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোববার কিছু ওষুধ ও এমএসআর পণ্য স্টোররুমে ঢুকানোর চষ্টো করে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জব্দ সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।

ঊষার আলো-এসএ