UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

usharalodesk
ডিসেম্বর ৫, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক নাগরিকের নাম আব্দুর রহমান (৩৫)। তিনি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটক ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ